English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১০:০৫

ট্রাম্পের সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের সমাবেশ পণ্ড
এতদিন ছিল মনে মনে। এবার ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে ডোনাল্ড বিরোধী প্রচারণা। এ প্রকাশ্য রূপ নিলো ইলিনয় রাজ্যের শিকাগোয়।
 
শুক্রবার ডোনাল্ড বিরোধীরা পণ্ড করে দিয়েছে তার নির্বাচনী সমাবেশ। তীব্র উত্তেজনা সৃষ্টির কারণে স্থানীয় প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ পণ্ড করে দিতে বাধ্য হয়। মার্কিন ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম।
জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ হওয়ার কথা ছিল। এই সমাবেশে যোগ দিতে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হতে থাকে। একইভাবে ডোনাল্ড বিরোধীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়। কিন্তু একপর্যায়ে সেন্ট লুইস পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে উভয়পক্ষের মধ্যে। এ ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে সেন্ট লুইস পুলিশের প্রধান নিরাপত্তার অভাবজনিত কারণে দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। 
 
বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প শিকাগো গেলেও সমাবেশস্থলে যেতে পারেননি। বিক্ষোভকারীরা সমাবেশস্থলের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট নিজেদের দখলে নেয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায় ট্রাম্পের নির্বাচনী ক্যাম্প থেকে সমাবেশ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
 
কিন্তু তারপরও পক্ষে বিপক্ষে হাজারো মানুষ সেখানে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় পুলিশ বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করে। তবে শিকাগো পুলিশের মুখপাত্র এন্থনি কাউকে আটক ও আহত হবার কথা অস্বীকার করেছেন।
 
গত শুক্রবার রাত ১১টায় এ সময় অালোকে করা হয়েছে।