English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৪:৫৬

ফ্রান্সের এক নারী লাগেজে করে শিশু পাচার

নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের এক নারী লাগেজে করে শিশু পাচার

বিমানের টিকেটের খরচ এড়াতে ফ্রান্সের এক নারী লাগেজে করে শিশু পাচার করছিলেন ফ্রান্সের এক নারী। সোমবার রাতে ইস্তাম্বুল থেকে প্যারিসগামী একটি বিমান থেকে চার বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই নারী ফ্রান্সের বাসিন্দা। তিনি হাইতি থেকে শিশুটিকে দত্তক নিয়েছেন। তার ট্রানজিট জোট ছিল ইস্তাম্বুল। শিশুটির জন্য বিমানের টিকেট না কিনে তাকে লাগেজের ভেতরে ভরে বিমানে ওঠেন তিনি। বিমানে ওঠার তিনি শিশুটিকে লাগেজ থেকে বের করে তার পায়ের কাছে একটি কম্বল দিয়ে ঢেকে রাখেন। তবে শিশুটির টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লে সে নড়াচড়া শুরু করে। বিষয়টি ওই নারীর পাশের যাত্রীর নজরে পড়লে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে খবর দেন। পরে ওই নারীর পায়ের নিচে কম্বলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি ফরাসি কর্তৃপক্ষকে জানালেও ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পরে ফ্রান্সের চার্লস দ্যা গল বিমানবন্দরে ওই নারী ও শিশুটিকে আটক করা হয়েছে।