English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১১:৩৮

দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সাগরে দুটি স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমনটাই জানিয়েছে।
 
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
 
দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান শহর থেকে সাগর অভিমুখে আজ ভোরে ছোড়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে সাগরে পড়ে।
 
রয়টার্সের খবরে আরো বলা হয়, উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় ধরনের মজুত রয়েছে। তারা দূরপাল্লার ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এর আগে গত বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করেন, তার দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী ছোট আকারের পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করেছেন।