English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৬:৫১

‘ক্ষেপণাস্ত্রের জন্য ক্ষুদে পরমাণু বোমা বানালো পিংইয়ং’

অনলাইন ডেস্ক
‘ক্ষেপণাস্ত্রের জন্য ক্ষুদে পরমাণু বোমা বানালো পিংইয়ং’

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানো যাবে এমন ছোট আকারের পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছে তার দেশ। আজ (বুধবার) পরমাণু গবেষকদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। আমেরিকায় পরমাণু বোমা হামলা চালানো হবে বলে ঘোষণা করার পরই এ খবর প্রকাশিত হলো।

তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানোর জন্য পরমাণু বোমাকে ছোট আকারে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া দেশটির বিজ্ঞানীদের প্রশংসা করে তাদেরকে পরমাণু যোদ্ধা বলেও অভিহিত করেন কিম।   কিম জং-উন বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রধান কাজ হলো পরমাণু যুদ্ধকে প্রতিহত করা। উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীর সদস্য সংখ্যা এবং সক্ষমতা বাড়ানোই এ লক্ষ্য অর্জনের সবচেয়ে কার্যকর পন্থা বলেও জানান তিনি।খবর:আইআরআইবি।