English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ০৯:৪৮

যুক্তরাজ্যের পাবলিক প্লেসেই যৌন হয়রানি

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের পাবলিক প্লেসেই যৌন হয়রানি

যুক্তরাজ্যের অধিকাংশ নারী পাবলিক প্লেসেই যৌন হয়রানির শিকার হন। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৮৫ শতাংশই যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। ৪৫ শতাংশের স্পর্শকাতর অংশে হাত দেওয়া হয়। এবং ৬৪ শতাংশ সকল বয়সের নারীই নির্যাতনের শিকার হন।

অবশ্য হয়রানির শিকার হওয়া এক-তৃতীয়াংশেরই বয়স ১৬ বছরের নিচে। এক জরিপে এমন ফলাফল দেখা গেছে। খবর স্কাই নিউজের।

প্রতিবাদের বেলায়, শুধুমাত্র ১১ শতাংশ ব্যক্তিই হয়রানির সময় নারীদের পক্ষ নিয়ে কথা বলেন। যদিও অধিকাংশ সময় নারীরা সাহায্যের জন্য আবেদন করে থাকেন।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী ড. চার্লট বার্লো বলেন, এই ধরনের ঘটনার ভুক্তভোগী হওয়ার কথা ছিল পরিণত বয়সী নারীদের কিন্তু তরুণীরাই শিকার হচ্ছেন।

তিনি বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের হয়রানি করাকে প্রশংসনীয় হিসেবে শেখানো হয়। যারা এসব পছন্দ না করে তাদের বলা হয় নারীবিদ্বেষী অথবা এমন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়, যারা ঠাট্টা পছন্দ করতে জানে না।’

যুক্তরাজ্যের নারীবাদী একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক সারা গ্রিন বলেন, প্রতিদিনের যৌন হয়রানি মোকাবেলা করা শিখতে হবে নারীদের। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।