English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ০২:৩৬

থাইল্যান্ডে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৪৩

নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৪৩

থাইল্যান্ডে একটি দ্বিতল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে অন্তত তিনজন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় একজন রাজনৈতিক নেতাও রয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে থাইল্যান্ডের ফ্রম বুরি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বাসটিতে মায়ে ট্যাম ট্যামবন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ভ্রমণ করছিলেন বলে জানানো হয়েছে খবরে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৩৭ জনই গুরুতর আহত। পুলিশ ধারণা করছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।