English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১৫:৪৭

ইয়েমেনে বৃদ্ধাশ্রমে হামলা, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনে বৃদ্ধাশ্রমে হামলা, নিহত ১৬

ইয়েমেনে দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে মাদার তেরেসা প্রতিষ্ঠিত একটি বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলায় ৪ ক্যাথলিক নানসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এবং কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন এবিসি নিউজ।

খবরে বলা হয়, শুক্রবার দুই জন বন্দুকধারী 'মিশনারিজ অব চ্যারিটিস' পরিচালিত ওই বৃদ্ধাশ্রম ঘিরে ফেলে। এছাড়া আরও ৪ জন তাদের মাকে দেখতে আসার অজুহাতে আগে থেকেই ভেতরে অবস্থান করে। এরপর বন্দুকধারীরা অধিকাংশের হাত বেঁধে মাথায় গুলি করে হত্যা করে।

স্থানীয়দের সহায়তায় বেঁচে যাওয়া এক ক্যাথলিক নান জানান,  ইয়েমেনি নিরাপত্তারক্ষীদের ''দৌঁড়ান, দৌঁড়ান'' চিৎকার করার পর তিনি স্টোররুমের ফ্রিজের মধ্যে অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খালেদ হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেন, নিহত ১৬ জনের লাশ তিনি গণনা করেছেন। এর মধ্যে তার ভাই রাদওয়ানের লাশও রয়েছে। তিনি বলেন, সকলকেই হাত বেঁধে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ৬ জন ক্যাথলিক নান, একজন ইয়েমেনি রাঁধুনী এবং কিছু ইয়েমেনি নিরাপত্তা প্রহরী রয়েছেন।