English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৩:০৬

সন্তান দেখতে বান্ধবীকে সময় বেঁধে দেন প্রেসিডেন্ট ইভো

অনলাইন ডেস্ক
সন্তান দেখতে বান্ধবীকে সময় বেঁধে দেন প্রেসিডেন্ট ইভো

নিজের সন্তান দেখাতে সাবেক বান্ধবীকে সময় বেঁধে দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। এ জন্যে আইনগত ব্যবস্থা নিতেও শুরু করেছেন তিনি।

প্রেমিকা গ্যাব্রিযেলা যাপাতার বিরুদ্ধে অভিযোগ যে নয় বছর আগে একটি পুত্র সন্তান জন্ম দেয়ার পর সেই সন্তান মারা গেছে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এখন মিজ যাপাতার একজন আত্মীয় বলছে সেই সন্তানটি জীবিত আছে। এবং বলিভিয়ারই কোন গোপন জায়গায় বসবাস করছে। খবর বিবিসি।

মিস্টার মোরালেস বলছেন সাবেক বান্ধবীকে তিনি পাঁচদিনের সময় দিয়েছেন। এবং এর মধ্যেই সন্তানকে কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করতে হবে তাকে।

গ্যাব্রিযেলা যাপাতাকে অবশ্য কয়েকদিন আগেই একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন ২০০৭ সালে সন্তান হওয়ার পর যাপাতা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।