English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৯

কুকুরের মৃত্যুতে সাসপেন্ড ৫ পুলিশ

অনলাইন ডেস্ক
কুকুরের মৃত্যুতে সাসপেন্ড ৫ পুলিশ

 

কুকুরের মত বিশ্বস্ত প্রাণী আর হয় না। কিন্তু উপমহাদেশে কুকুর সম্প্রদায় চিরকালই অবহেলিত। তাদের কোনও নিরাপত্তাই নেই। যে যেমনভাবে খুশি অত্যাচার করে যাচ্ছে তাদের ওপর। কোথাও মারধোর তো কোথাও গাড়ি চাপা। সরকারও জলাতঙ্কের অপবাদ দিয়ে প্রতিবছরই কুকুর মেরে চলছে। তবে এবার এরকমই এক ঘটনার সঠিক শাস্তি দিল ভারতের বিহার প্রদেশের সরকার।

মানুষের নিরাপত্তার জন্য যেমন পুলিশের অবদান অনেকখানি, তেমনই পুলিশের ডগ স্কোয়াডের অবদানও কোন অংশে কম নয়। তারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের নিরাপত্তা দেয়। যে কোনও জটিল কাজেই পুলিশ বা গোয়েন্দারা সাহায্য নেন ডগ স্কোয়াডের। তারা এক মুহূর্তে সমস্যার সমাধান জানিয়ে দিতে পারে।

বিহারের রোহতাস জেলায় কর্তব্যরত এক ডগ স্কোয়াড সদস্যকে গাড়ি চাপা দিয়ে মারে একটি ট্রাক। নিহত কুকুরটির নাম গুলাবো। গুলাবো সাব ইন্সপেক্টার ছিল পুলিশ ডগ স্কোয়াডের। গুলাবোর ৪ হ্যান্ডলার ও এক সাব ইন্সপেক্টারের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তের এই পরিপ্রেক্ষিতে সোমবার ওই ৫জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

সূত্র থেকে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মীরাট থেকে নিয়ে আসা হয়েছিল গুলাবোকে। বিহার রাজ্য পুলিশের নিয়ে আসা ৪৫টি কুকুরের মধ্যে গুলাবো অন্যতম ট্যালেন্টেড ছিল। পুলিশ-কুকুরের মৃত্যুর গাফিলতিতে এটাই উচিত্‌ শাস্তি। তবে এর থেকেও কঠিন শাস্তি দেওয়া উচিত্‌ সারা বিশ্বের প্রতিটা জায়গায়।