English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৩৪

বাংলাদেশে পুরোহিত হত্যার ঘটনায় কড়া পদক্ষেপের দাবি ভারতের

অনলাইন ডেস্ক
বাংলাদেশে পুরোহিত হত্যার ঘটনায় কড়া পদক্ষেপের দাবি ভারতের
বামে সেই মঠ এবং ডানে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু

 

বাংলাদেশের পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাল ভারত। সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এক ট্যুইট বার্তায় এই দাবি করেন।একুশে ফেব্রুয়ারি রবিবার সকালে বাংলাদেশের পঞ্চগড়ে অবস্থিত সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে খুন করে দূর্বৃত্তরা। ঘটনায় আহত হন পুরোহিতের এক সহ‌যোগীসহ আরও একজন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্নান সেরে পুজোর আয়োজন করছিলেন সন্তগৌড়ীয় মঠের পুরোহিত ‌যজ্ঞেশ্বর রায় (৫০)। তখন বাইরে থেকে ইঁট ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তিনি বাইরে বেরিয়ে এলে তাকে গলা কেটে খুন করে পালায় দুষ্কৃতীদল। ঘটনার সময় ‌যজ্ঞেশ্বরবাবুর এক সহ‌যোগী বাধা দিতে এলে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা। তিনি অবশ্য প্রাণে বেঁচে যান। হত্যাকান্ড শেষ করে তিন খুনী বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এসময় বোমার আঘাতে আহত হন আরও এক গ্রামবাসী। তাদের রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হামলার সময় সময় খুনীররা “গান গাস? আনন্দ করস?” ইত্যাদি নানা গালাগালি করতে থাকে। এতে এটা যে জঙ্গীদেরই কাজ সেটা আরও স্পষ্ট হয়ে উঠে।

ইতোমধ্যেই এই হত্যাকান্ডের দায় স্বীকার করে আইএসএর নামে ট্যুইট করা হয়। সেখানে বলা হয় আল্লাহর নির্দেশেই সেই পুরোহিতকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা নিরাপদে কর্ম সম্পাদন করেছে মর্মে ‘শুকরিয়া’ আদায় করা হয়। যদিও আজ সোমবার ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের বিষয়টি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

রবিবারের এই ঘটনায় ট্যুইটারে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, এক হিন্দু পুরোহিতের মুণ্ডচ্ছেদ করেছে বাংলাদেশি IS জঙ্গিরা। তারা বাংলাদেশে এক জন সংখ্যালঘু হিন্দুকেও অবশিষ্ট রাখতে চায় না।

ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, বাংলাদেশে পুরোহিত খুনের খবরে গভীরভাবে চিন্তিত। নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্যরা এই কাজ করেছে বলে মনে হয়। বাংলাদেশ সরকারের এব্যাপারে দ্রুত পদক্ষেপ করা উচিত।