English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৬

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৪৬

অনলাইন ডেস্ক
সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৪৬

 

সিরিয়ার হোমস শহরে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। শহরের কেন্দ্রস্থলের জাহরা এলাকায় রোববারের এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে বড় ধরনের এই প্রাণঘাতী হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে হোমস শহরের গভর্নরের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তুপের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে গত মাসে এই শহরেই একটি বোমা হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয় সরকারি বাহিনী উত্তরের আলেপ্পো শহরের আইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা পুনর্দখল করার পর ওই হামলা হয়। এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।