English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৪

আইফোন 'আনলক' হবে ৩ সপ্তাহে: ম্যাকাফি

অনলাইন ডেস্ক
আইফোন 'আনলক' হবে ৩ সপ্তাহে: ম্যাকাফি
এফবিআই চাইলে আইফোন 'আনলক' করবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জন ম্যাকাফি! আর সে জন্য সময় লাগবে মাত্র ৩ সপ্তাহ!
 
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈয়দ রিজোয়ান ফারুক নামে এক ব্যাক্তির ব্যবহৃত আইফোন আনলকের প্রয়োজন পড়ে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের। আর তা নিয়ে চলা বিভিন্ন কাহিনী নতুন মোড় নিল মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাকাফির লেখা কলামে।
 
এর আগে আইফোনটি আনলক করে এফবিআইকে সহায়তা করতে অ্যাপলকে আদেশ দেয় লস অ্যাঞ্জেলসের এক আদালত। তখন এফবিআই জানায়, কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি 'পথ' বানিয়ে দিতে হবে অ্যাপলকে। আর তাতেই বিপত্তির শুরু। আদালতকে এ বিষয়ে আপত্তি থাকলে পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলে আদালত। অ্যাপল একদিনের মধ্য সাফ না জানিয়ে দেয়। অ্যাপল প্রধান সাফ জানিয়ে দেন, কোনোভাবেই করা হবে না এমন কাজ। পরে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরাও অ্যাপলকে সমর্থন দেয়।
 
কিন্তু এই বিষয়টি নিয়ে 'বিজনেজ ইনসাইডার'-এ একটি কলাম লেখেন জন ম্যাকাফি। আর সেখানে তিনি জানান, 'আমি ওই স্যান বার্নার্ডিনো ফোনটি বিনামূল্যে আনলক করে দেব, তাই অ্যাপলকে আর তাদের পণ্যের জন্য কোনো ব্যাকডোর বানাতে হবে না।'
 
তিনি বলেন, 'এটি একটি কালো দিন। আর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের পতন শুরু এইদিন। সরকার আমাদের ঐতিহ্যবাহী সাইবার নিরাপত্তা আর সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে নখ-দন্তহীন করতে চাইছে। অথচ সামনে আমাদের জন্য সন্দেহাতীতভাবে অপেক্ষা করছে সাইবারযুদ্ধ। এ ক্ষেত্রে 'অস্ত্র' ছাড়া অন্য কোনো কড়া শব্দ না নিয়েই বলছি, আমাদের শত্রুরা আমাদের নিরস্ত্র অবস্থা দেখে দয়া দেখাবে আর আমাদেরকে সঙ্গে ন্যায় আচরণ করবে এমন ভাবার কোনো কারণ নেই।'
 
এ সময় তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "এফবিআই কেন নিজেরা এই এনক্রিপশন ভাঙ্গতে পারছে না? মার্কিন সরকার যতটা দিতে পারে তার সবটুকু সম্পদই তাদের কাছে আছে। টিম কুক আর অ্যাপলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি বিশ্বের সবচেয় ভালো হ্যাকারদের দলের সঙ্গে কাজ করি।"
 
কেন এফবিআইয়ের মত প্রতিষ্ঠানে বিশ্বসেরা হ্যাকাররা কাজ করে না? এর জবাবে তিনি বলেন, "কারণ, ২৪ ইঞ্চি বেগুনি রঙের মোহক করা, ১০-গজের কানের দুল পরা, চেহারায় ট্যাটু আঁকা বা কাজের সময় গাঁজা খেতে চায় আর প্রতি বছর পাঁচ লাখ ডলারের নিচে কাজ করবে না এমন লোকদের এফবিআই নিয়োগ দেবে না। অথচ হ্যাকাররা এমনই। কিন্তু বাজি ধরে বলতে পারি, চীনা আর রুশরা অনেক বছর ধরে এমন লোক নিয়োগ করছে।"
 
সবশেষে এফবিআইয়ের উদ্দেশ্যে দেওয়া প্রস্তাবে রীতিমত বোমা ফাটান ম্যাকাফি। তিনি বলেন, "তো, এফবিআইকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। আমি করব, বিনামূল্যে, আমার দলকে নিয়ে স্যান বার্নার্ডিনো ফোনে তথ্য ডিক্রিপ্ট করব। আমরা প্রথমে 'সোশাল ইঞ্জিনিয়ারিং' ব্যবহার করব, আর এতে তিন সপ্তাহ লাগবে। আপনারা যদি আমার প্রস্তাব গ্রহণ করেন, তাহলে আর আপনাদের অ্যাপলকে তাদের পণ্যের জন্য ব্যাক ডোর করে দিতে বলতে হবে না, যার মাধ্যমে আমেরিকার পতন শুরু হবে।"
 
তাকে প্রশ্ন করা হয়, এফবিআই আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে। উত্তরে তিনি বলেন, "জন ম্যাকাফির ফোন নাম্বার যদি এফবিআই যোগার করতে না পারে, বলতেই হবে প্রতিষ্ঠানটির ভেতরে বড় ধরনের গলদ আছে।" বিজনেজ ইনসাইডার।