English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৯

ক্যারোলাইনায় ডোনাল্ড, নেভাদায় হিলারি জয়ী

অনলাইন ডেস্ক
ক্যারোলাইনায় ডোনাল্ড,  নেভাদায় হিলারি জয়ী

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক ভোটে জয়ী হয়েছেন। একইদিনে নেভাদায় ডেমোক্র্যাট দলীয় ভোটারদের রাজ্য ককাসে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।

শনিবার এ দুটি রাজ্যে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়। আগামী ১ মার্চ সুপার টিউজডে’তে যখন দেশের ১২টি রাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে এই দুই রাজ্যের ফলাফল প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্য সাউথ ক্যারোলাইনায় আলোচিত ব্যবসায়ী ট্রাম্প পেয়েছেন ৩২.৬ শতাংশ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও পেয়েছেন ২২.৪ শতাংশ ভোট।   এদিকে পরপর তিনটি রাজ্যে প্রাথমিক নির্বাচনে ব্যর্থতার পর প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। এমনকি সাউথ ক্যারোলাইনায় নিজের মা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রকেও নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেও শেষ রক্ষা করতে পারেননি তিনি।

অপরদিকে, নেভাদায় ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে প্রায় সমানে সমান লড়াই হয়েছে। এখানে হিলারি পেয়েছেন ৫২.৬ শতাংশ ভোট আর স্যান্ডার্স পেয়েছেন ৪৭.৪ শতাংশ ভোট। তবে নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাথমিকে স্যান্ডার্সের কাছে হেরে গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বিন ক্লিনটনের স্ত্রী।