English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৩

অ্যাম্বুলেন্স দুর্ঘটনা: বেঁচে গেলেন রোগী, মৃত্যু ডাক্তারের!

নিজস্ব প্রতিবেদক
অ্যাম্বুলেন্স দুর্ঘটনা: বেঁচে গেলেন রোগী, মৃত্যু ডাক্তারের!

 

ভোরবেলা রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিল এম্বুলেন্সটি। রোগী ছাড়াও এম্বুলেন্সটিতে ছিলেন রোগী ও তার আত্মীয়স্বজন এবং একজন ডাক্তার। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের পাশের আসনে বসে থাকা চিকিত্সকের। তবে বহাল তবিয়তে আছেন যার জন্য এতকিছু, সেই রোগী এবং তার স্বজনরা! ঘটনাটি ঘটেছে ভারতের নদীয়া জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমপুর মহিষাবাতান থেকে জেলা হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্সটি। চালকের পাশের আসনে বসা চিকিত্‍সক মারা গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী এবং তার আত্মীয়রা। পুলিশের উদ্যোগে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সকাল থেকেই তাই এই এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা। সবাই এই দূর্ঘটনার জন্য দায়ী করছেন রাস্তার বেহাল অবস্থাকে।