English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৯

যৌতুক না দেয়ায় স্ত্রীকে দিয়ে পর্নোগ্রাফি!!

অনলাইন ডেস্ক
যৌতুক না দেয়ায় স্ত্রীকে দিয়ে পর্নোগ্রাফি!!

 

যৌতুক মানে ভিক্ষা। এই ভিক্ষাবৃত্তি পুরুষের জন্য লজ্জাজনক। সেই ভিক্ষা না পেয়ে এক ভিক্ষুক অকর্মণ্য পুরুষ তার স্ত্রীকে দিয়ে শুরু করতে যাচ্ছিল পর্নো ব্যাবসা! যৌতুকের দাবীতে বধুহত্যা আমাদের দেশে এমনকি ভারতেও ঘটে থাকে। এমনকী স্ত্রীকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও নতুন নয়। শুধু নিন্মবিত্ত বা অশিক্ষিত পরিবার নয়, বিত্তবান এবং তথাকথিত শিক্ষিত পরিবারেও এই ঘটনা ঘটে থাকে। তেমনি একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানায়।

 

পর্নোগ্রাফি তৈরি করে, এমন এক ব্যক্তির কাছে সে সদ্যবিবাহিতা স্ত্রীকে তুলে দেওয়ার তোড়জোড় করেছিল মর্মে অভিযোগ পাওয়া গেছে । সকল বন্দোবস্ত পাকা হয়ে গিয়েছিল। নিয়ে যাওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ওই তরুণী টের পেয়ে যান, তাকে ঘিরে কিছু একটা চলছে। আর দেরি করেননি। বিহারের এক প্রান্তিক গ্রামের তরুণী সুদূর হরিয়ানায় শ্বশুরবাড়ি ছাড়েন রাতেই। একা একা এতটা পথ পাড়ি দিয়ে সোজা বাপের বাড়ি। তার পরে পরিবারের কাছে সব কিছু খুলে বললে তারা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।