English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৪

চীনে মেয়েদের প্রতিমাসে পিরিয়ডকালীন ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
চীনে মেয়েদের প্রতিমাসে পিরিয়ডকালীন ছুটি ঘোষণা

 

মেয়েদের জন্য পিরিয়ড একটি সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়। এর সাথে পবিত্র-অপবিত্রতার কোন সম্পর্ক নেই। আমাদের দেশের অশিক্ষিত অসচেতন সমাজে একসময় পিরিয়ড হলে মেয়েদের ঘরে বন্দী করে রাখা হতো। এখনও অনেক মেয়ে পিরিয়ড হলে বাইরে যেতে চায় না। যদিও বাজারে এখন নানা ধরনের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় যা নিন্মাঙ্গে পরিধান করে মেয়েরা ঘরে-বাইরে স্ব স্ব কাজে নিয়োজিত থাকতে পারে।

তবে মাসের ওই বিশেষ দিনগুলিতে অনেক মেয়েকেই প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়। যে কারনে তাদের খুব পরিশ্রমের কাজ করা সম্ভব হয়না। তাই সেইসব কর্মজীবি মহিলাদের জন্য চীনের আনহুই প্রদেশে মার্চ থেকে ওই বিশেষ ছুটি চালু হচ্ছে। এই ছুটি মাসে এক বা দু’দিন করে নেয়া যাবে। ছুটি নিতে হলে কোন হাসপাতাল বা পারিবারিক চিকিৎসকের দেওয়া সার্টিফিকেট দাখিল করতে হবে।

তবে চীনে কর্মজীবি মহিলাদের জন্য পিরিয়ডের সময়ে ছুটি খুব নতুন ঘটনা নয়। এর আগে উত্তর চিনের শাংশি ও মধ্য চিনের হুবেই প্রদেশে ওই ছুটি দেওয়া শুরু হয় গত বছর থেকেই।