English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২০

প্রভাষক গিলানীকে আটক করেছে ভারত পুলিশ

অনলাইন ডেস্ক
প্রভাষক গিলানীকে আটক করেছে ভারত পুলিশ

ভারতের পুলিশ আজ মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রভাষক এস এ আর গিলানীকে আটক করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, গিলানী এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাতে 'ভারত-বিরোধী শ্লোগান' দেয়া হয়েছিল।

বলা হচ্ছে, ফেব্রুয়ারির ১০ তারিখ দিল্লির প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল গুরুর নামে 'প্রশংসাসূচক শ্লোগান' দেয়া হয়। সে সময় গিলানী, অন্য আরো তিনজনের সাথে মঞ্চে বসা ছিলেন।

দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় সংশ্লিষ্টতার দায়ে ২০১৩ সালের ৯ই ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসি হয়। ওই মামলায় সংশ্লিষ্টতার দায়ে গিলানিও অভিযুক্ত হয়েছিলেন - তবে পরে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয়। এবং তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরে পান। আফজাল গুরুর ফাঁসির বার্ষিকীকে কেন্দ্র কিছুদিন ধরেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছে।

এ ব্যাপারে একজন ছাত্রনেতাকে পুলিশ আটক করার পর গত বেশ কিছুদিন ধরেই প্রতিবাদ বিক্ষোভ চলছে। সমালোচকরা বলছেন, এই বিক্ষোভকারীদের কর্মকান্ড 'ভারত-বিরোধী', তবে অন্যরা বলছেন, তাদের আটক করাটা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

সূত্র- বিবিস