English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৮

রাশিয়ার প্রধানমন্ত্রী :বিশ্ব আবারো ঠান্ডা যুদ্ধের কবলে

নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রধানমন্ত্রী :বিশ্ব আবারো ঠান্ডা যুদ্ধের কবলে

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ শনিবার বলেছেন রাশিয়া ও পশ্চিম বিশ্বের মাঝখানের টানাপড়েন বিশ্বকে নতুন ঠান্ডা যুদ্ধে ঠেলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ ও সিরিয়া সরকারকে রাশিয়ার সমর্থন নিয়ে উত্তেজনা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, ‘এখন যা বাকি আছে তা হলো রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর তৈরী নীতি অবলম্বন।’ তিনি বলেন, আরো স্পষ্টভাবে বলতে পারি যে, আমরা একটি ঠান্ডা যুদ্ধে পা দিয়ে ফেলেছি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমরা সামগ্রিকভাবে ন্যাটো, ইউরোপ বা যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে নতুন মারাত্মক হুমকি সৃষ্টির অভিযোগে অভিযুক্ত হচ্ছি।’ ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার সময় থেকে মেদভেদেভ সাবেক সোভিয়েত শাসিত পূর্ব ইউরোপের একেবারে অভ্যন্তরে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাব বিস্তারের কঠোর সমালোচনা করেন।