English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৯

ধর্ষক বোনজামাইয়ের যৌনাঙ্গ কেটে থানায় হাজির তরুণী

নিজস্ব প্রতিবেদক
ধর্ষক বোনজামাইয়ের যৌনাঙ্গ কেটে থানায় হাজির তরুণী

 

একেই বলে উচিত শিক্ষা। স্বামী বাইরে চাকরি করেন। সেই সুযোগে ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার এক তরুণীর উপর নিয়মিত যৌন অত্যাচার চালিয়ে যেতেন তার বোনজামাই। মুখ খুললে দুর্নাম রটানো এবং হত্যার শাসানি দিয়ে রাখত বলে অভিযোগ। জোরে করে তাকে একাধিকবার ধর্ষণ করে সেই নরপিশাচ বোনজামাই।

দেওর ক্রমাগত ধর্ষণ করছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত আর মুখ বুজে থাকতে পারেননি মধ্যপ্রদেশের সেই তরুণী। প্রলোভন দেখিয়ে একদিন বোনজামাইকে নিজেই টেনে আনেন ঘরে। তার পরে মেতে ওঠেন যৌনতায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে দেওরের যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি। চরম সাজা হয় বিকৃত মস্তিস্কের এক ব্যাক্তির।

ঘটনা এখানেই শেষ নয়। সেই যৌনাঙ্গ নিয়ে সটান চলে যান থানায়। নিজেকে সমর্পন করেন পুলিশের হাতে। জানান দেওরের ক্রমাগত নির্যাতনের কথাও।অতঃপর পুলিশ সেই বাড়িতে যায় অভিযুক্ত দেওরকে ধরতে। গিয়ে তারা দেখতে পান বাড়ির পাশের গাছ থেকে ঝুলছে সেই ব্যক্তির দেহ। যৌনাঙ্গ হারানোর লজ্জায় আত্মহত্যা করেছে সেই বিকৃতমনা ব্যাক্তি।

এরপর হত্যাচেষ্ঠার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই তরুণীকে। যদিও ভারতের সাধারন মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন সেই নির্যাতিতা সাহসীনি তরুণীর পাশে।