English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১১

স্ত্রী মিশেল কাছে ভ্যালেন্টাইনে ওবামার কবিতা

নিজস্ব প্রতিবেদক
স্ত্রী মিশেল কাছে ভ্যালেন্টাইনে ওবামার কবিতা

ভ্যালেন্টাইন ডে'র ঠিক আগে আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামার জন্য প্রেমের কবিতা আবৃত্তি করলেন।

খবর দ্য টেলিগ্রাফের। 

'দ্য এলেন ডিজেনারস' অনুষ্ঠানে ওবামা বলেন, ‘মিশেল, এই ভ্যালেন্টাইন ডেতে আমি তোমার সঙ্গে ঠিক কাজটাই করব। আমি তোমার জন্য কিছু জাকচিনি ব্রেড তৈরি করতে যাচ্ছি। তারপর তোমার পছন্দমতো প্লেটে কিছু সবজি ছড়িয়ে দেব।’

ওবামা আরও বলেন, ‘মিশেল, প্রেসিডেন্টে হিসেবে আমি অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এখন পর্যন্ত সবচে' ভালো যে সিদ্ধান্তটা নিয়েছিলাম তা ছিল তোমাকে পছন্দ করা। আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি।’

ভিডিও দেখতে ক্লিক করুন:

https://www.youtube.com/watch?v=cK5nm3giYz8