English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৪

চিলির ভূমিকম্পে হতাহত হয়নি

নিজস্ব প্রতিবেদক
চিলির ভূমিকম্পে হতাহত হয়নি

চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এ মাত্রা ছিল ৬.৩। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইন্ডিয়া টুডে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৩৩ টায়  চিলির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী সান্তিয়াগোর ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ মতে, গত মঙ্গলবার রাতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ওভালির ২৫ মাইল পশ্চিমে। এতে সান্তিয়াগোর ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়।

চিলির জরুরি সার্ভিস অফিস জানায়, আপাতত এ ঘটনায় কোনও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নৌবাহিনী বলছে, এতে কোনও সুনামির আশঙ্কা নেই।