English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৬

সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া

 

বিভিন্ন সময়  উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের খবর এলেও কার্যত একঘরে হয়ে থাকা কমিউনিস্ট শাসিত দেশটির সংবাদমাধ্যমে তা উঠে আসার ঘটনা বিরল, যদিও ২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উনের চাচা ও পরামর্শক চ্যাং সং-তায়েকের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এবার উত্তর কোরিয়ায় সেনাপ্রধান রি ইয়ায়-জিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে জেনারেল রি এর মৃত্যুদণ্ড কার্যকরের খবর এসেছে বলে এতে বলা হয়। দুর্নীতি ও ‘গোষ্ঠীগত  ষড়যন্ত্রের’ কারণে তার এ পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গত বছর মে মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পার্লামেন্টকে জানায়, কিমের প্রতি আনুগত্য না দেখানোয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিয়োন ইয়ায়-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কয়েকশ মানুষের সামনে বিমানবিধ্বংসী গোলায় তাকে হত্যা করা হয় বলে তারা জানায়। কয়েক সপ্তাহ পরে খবর  আসে- সে সময়  ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।