English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৮

মায়ানমারে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
মায়ানমারে বিমান বিধ্বস্ত

মায়ানমারে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪ সেনা মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বুধবার বিমানটি রাজধানী নেপিদো থেকে উড়ে যাবার পরপরই বিধ্বস্ত হয়। বিচক্রাফট যাত্রীবাহী বিমানটি বিমানবন্দরের কাছেই একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়।  বিমানটিতে ৫ ক্রু ছিল। এটি রুটিন টহল দিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলে কয়েকশ কৌতুহলী মানুষ জড়ো হয়েছে। কর্মকর্তারা আগুন নেভাতে ও বিমানটির ধ্বংসস্তুপ উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

রাজধানীতে পুলিশের এক জ্যেষ্ঠ্য কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বিমানটির একজন আরোহী জীবিত রয়েছে বলে আমরা ধারণা করছি।’ বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বিমানটি রানওয়ে থেকে শূন্যে উঠার পরপরই বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে মায়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

সূত্র- এএফপি’র।