English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০৮

ম্যাজিস্ট্রেটের বাগান তছনছ অভিযোগে ছাগল আটক

নিজস্ব প্রতিবেদক
ম্যাজিস্ট্রেটের বাগান তছনছ অভিযোগে ছাগল আটক

ভারতের ছত্রিশগড়ে জেলা ম্যাজিস্ট্রেটের বাগান তছনছ করার অভিযোগে সোমবার একটি ছাগলসহ তার মালিক আব্দুল হাসানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, অপরাধ প্রমাণিত হলে দুই থেকে সর্বোচ্চ সাত বছরের জেল বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিতও করা হতে পারে বলে জানা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত রাত্রের বাড়িতে দু’দিন পরপরই হানা দেয় ছাগলটা। এর মালিক আব্দুল হাসানকে বহুবার সাবধান করেছেন বাগানের মালী।

কিন্তু লাফিয়ে লোহার গেট পার হয়ে ম্যাজিস্ট্রেটের শখের বাগানে ঢুকে পড়ে ছাগলটি। শেষে চটে গিয়ে বাগান মালিক অভিযোগই ঠুকে দিয়েছেন থানায়। ছাগলটির বিরুদ্ধে ‍অভিযোগে বলা হয়েছে, এটি বাগানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাছ ও সবজি খেয়ে ফেলেছে।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন