English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৮

জার্মানিতে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক
জার্মানিতে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

জার্মানিতে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শর বেশি যাত্রী, যাদের মধ্যে  ১৫ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।

মিউনিখ শহরের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অস্ট্রীয় সীমান্তের কাছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একজন সাংবাদিককে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষে একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।  বগির নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ওই সাংবাদিক।

পুলিশের একজন মুখপাত্র জানান, বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক।