English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫২

বসনিয়ায় হিজাব পরিধানে নিষেধাজ্ঞা; বিক্ষোভ

অনলাইন ডেস্ক
বসনিয়ায় হিজাব পরিধানে নিষেধাজ্ঞা; বিক্ষোভ

 

বসনিয়ায় বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে মুসলিম নারীরা হিজাব পরিধানের অধিকার হারাচ্ছেন। এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বিক্ষোভ করেছেন সেদেশের মুসলিম নারীরা।  দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।

রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজারখানেক নারী। এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন। ‘হিজাব আমার অধিকার’ লেখা প্লাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে। তারা এক ঘণ্টা ধরে রাজধানীর পথে পথে ঘুরে বেড়িয়ে মিছিল, সমাবেশ করেন।

বিক্ষোভ সংগঠনকারী সামিরা জুনিক ভেলাজিক বলেছেন, এ নিষেধাজ্ঞা মুসলিমদের মর্যাদা, ব্যক্তিত্ব এবং স্বকীয়তার ওপর মারাত্মক হামলা’ এবং এটা মুসলমান নারীদের কাজ করার অধিকার থেকে বঞ্চিত করার জন্যই করা হয়েছে।

১৯৯২ সাল পর্যন্ত দেশটি যুগোস্লাভিয়ার অধীনে সমাজতান্ত্রিক সরকারের কর্তৃত্বে পরিচালিত হতো। সে সময় দেশটিতে হিজাব নিষিদ্ধ ছিল। দেশটির মোট জনশক্তির প্রায় ৪০ ভাগ মানুষই মুসলিম।