English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১৪

আইএসের বিরুদ্ধে লড়াই করবে আমিরাত

নিজস্ব প্রতিবেদক
আইএসের বিরুদ্ধে লড়াই করবে আমিরাত

সিরিয়ায় সেনা প্রেরণের আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত। জঙ্গী গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক কোয়ালিশনের অংশ হিসেবে সেনা পাঠানোর ইচ্ছার কথা ব্যক্ত করেছে দেশটি।

রোববার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনওয়ার গারগাশ ‍এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বলেন, স্থলবাহিনীসহ সত্যিকারের অভিযান আইএসের বিরুদ্ধে আমাদের অবস্থান। একই সঙ্গে এই জোটের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের থাকাকেও প্রয়োজনীয় শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। এর আগে গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক কোয়ালিশনের অংশ হিসেবে সিরিয়ায় আইএস এর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিলো সৌদি আরব। গত বৃহস্পতিবার সিরিয়ায় প্রয়োজনে স্থল সেনা পাঠানো হবে বলে ঘোষণা করে সৌদি আরব।