English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৫

জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১০০ জনেরও বেশি গর্ভবতী নারী

অনলাইন ডেস্ক
জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১০০ জনেরও বেশি গর্ভবতী নারী
কলম্বিয়ায় ৩১০০ জনেরও বেশি গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

কলম্বিয়ায় ৩১০০ জনেরও বেশি গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস শনিবার এই তথ্য জানিয়েছেন।

এডিস মশাবাহিত জিকা ভাইরাস বিশ্বের ২৩টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা নেই। তবে গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে সন্তান ছোটা মাথা নিয়ে জন্ম হয় বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। ছোট মাথা বা ত্রুটিযুক্ত মস্তিষ্ক নিয়ে জন্মানোর এই সমস্যাটিকে বলা হয় ‘মাইক্রোসেফালি’। তবে জিকার সঙ্গে মাইক্রোসেফালির সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জিকার বিরুদ্ধে এখনো কোনো প্রতিষেধক আবিস্কৃত হয়নি। এ কারণে ব্রাজিল ও কলম্বিয়ার নারীদের ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, আশা করা যায় আগামী দুই বছরের মধ্যে জিকা ভাইরাসের প্রতিষেধক বিজ্ঞানীরা আবিস্কার করতে পারবেন।

টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে সান্তোস বলেন, কলম্বিয়ায় বর্তমানে ২৫,৬৪৫ জন মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩,১৭৭ জন গর্ভবতী নারী।

এই বিভাগের আরও সংবাদ : জিকা ভাইরাস : জরুরি পদক্ষেপ নিতে বললেন ওবামা জিকা ভাইরাস: যুক্তরাষ্ট্রের দুটি ফ্লাইট বাতিল ডোমিনিকান রিপাবলিকে জিকা ভাইরাসে আক্রান্ত ১০ বিশ্বে জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবছে হু জিকা ভাইরাস নিয়ন্ত্রণে সেনা নামানোর ঘোষণা ব্রাজিলের