English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:২২

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ শুরু ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ শুরু ১৫ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় বসবাসরত বিদেশী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। এবং এসময় চলবে তিন মাস পর্যন্ত।

দেশটির স্থানীয় সময় গত শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ে এ তথ্য জানান হামিদি।

মন্ত্রী জানান, সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে শ্রমিকদের নাম-পরিচয় দিয়ে নিবন্ধন করতে হবে।

জাহিদ হামিদি বলেন, নতুন এই পদ্ধতিতে মালয়েশিয়ায় বিনা অনুমতিতে প্রবেশ ও বসবাসকারী ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এছাড়া অনলাইন পদ্ধতি চালু করা হচ্ছে বলে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে।

সম্প্রতি বাজেট বক্তব্য দেওয়ার সময় মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার অল্প কিছুদিনের মধ্যেই নিবন্ধন শুরুর ঘোষণা দিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি।

মন্ত্রীর এ ঘোষণায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল। বৈধতা শুরু হওয়ার প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদুল ইসলাম আরও বলেন, আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।