English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০৫

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখ ৫১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যা গত বছরের শেষ দুই মাসের তুলনায় নতুন বছরের প্রথম মাসে কমেছে নতুন কর্মসংস্থান। ২০১৫ সালের ডিসেম্বরে দেশটিতে নতুন করে ২ লাখ ৯২ হাজার এবং নভেম্বর মাসে ২ লাখ ১১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক মাসে যে পরিমাণ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে- তা প্রত্যাশার চেয়ে অনেক কম। আলোচ্য মাসে কর্মসংস্থান কমের তালিকায় রয়েছে পরিবহন ও শিক্ষা খাত।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশটিতে বর্তমান বেকারত্বের হার ৪.৯ শতাংশের নিচে রয়েছে। ২০১৫ সালের শেষ দুই মাসের তুলনায় সেখানে নতুন কর্মসংস্থান কমেছে। সেইসঙ্গে কমেছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও। ২০১৫ সালের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোরব-ডিসেম্বরে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। এর আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি কমেছে ২ শতাংশ।

বিবিসির মতে, কর্মসংস্থান বাড়াতে ১০ বছর পর গত অক্টোবরে আমানতের সুদ বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রম শক্তিকে বাজারের গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনা করে সুদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ২০০৮ সালে সুদের হার শূন্যের কাছাকাছি হওয়ায় সে সময়ের আর্থিক সঙ্কটের প্রতিক্রিয়ার বিষয় আলোচনা করতে গত ১৫ ও ১৬ ডিসেম্বরে বৈঠকে মিলিত হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকের নীতি-নির্ধারক কমিটি।