English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৭

নাইজেরিয়ায় বোকো হারামের নৃশংসতা; নিহত ৫০

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় বোকো হারামের নৃশংসতা; নিহত ৫০

 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্ততপক্ষে ৫০জন নিহত হয়েছেন। দেশটির দালোরি নামক একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, গ্রামটির বাড়ি-ঘর এবং গবাদি পশু পুড়িয়ে দেওয়া হয়েছে।খবর বিবিসির।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কুঁড়েঘরগুলো যখন পুড়ছিল তখন শিশুদের ভয়ার্ত চিৎকার শুনতে পেয়েছেন তিনি। এমনকি মাইদুগুরি শহর থেকে ধোঁয়া দেখা গেছে। মাইদুগুরি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। এ সহিংসতায় অন্ততপক্ষে ৫০জন নিরীহ গ্রামবাসী নিহত হয়েছেন। যদিও রয়টার্সের একজন প্রতিবেদক হাসপাতালের মর্গে ৬৫টি লাশ গুণেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরবাইক ও লরিতে করে এসেছিলেন। তাদের পরনে ছিল সেনা বাহিনীর পোশাক। ওই হামলা থেকে বেঁচে যাওয়া আলামিন বাকুরা নামের একজন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় যখন হামলাকারীরা গুলি চালানো শুরু করে তখন একটি গাছের আড়ালে লুকিয়েছিলেন তিনি। আলামিন জানান, হামলাকারীরা কুঁড়েঘরগুলোতে বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দিচ্ছিল। তিনি শিশুদের ভয়ার্ত চিৎকার শুনতে পাচ্ছিলেন। মানুষেরা আগুনে পুড়ে মারা পড়ছিল।আলআমিনের পরিবারের বেশ কয়েকজন এই হামলায় নিহত হয়েছেন, আহতও হয়েছেন কয়েকজন।

নাইজেরিয়ার প্রতিবেশী রাষ্ট্র চাদেও রোববার বোকো হারাম জঙ্গিরা প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।চাদের দুটি পৃথক স্থানে চালানো আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ছয় বছরে আফ্রিকার এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন হামলায় হাজার হাজার মানুষ নিহত ও ২০লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।