English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১৩:১৩

ধর্মীয় অসহিষ্ণুতার প্রেক্ষাপটে মসজিদ পরিদর্শনে ওবামা

অনলাইন ডেস্ক
ধর্মীয় অসহিষ্ণুতার প্রেক্ষাপটে মসজিদ পরিদর্শনে ওবামা

 

মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রেক্ষাপটে দেশটির বাল্টিমোর কাউন্টির একটি মসজিদ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে সাত বছরে ওবামা এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো মসজিদ পরিদর্শন করবেন।

হোয়াইট হাউস থেকে গতকাল শনিবার জানানো হয়, ওবামা আগামী বুধবার বাল্টিমোরের ক্যান্টন্সভিলে অবস্থিত ইসলামিক সোসাইটি পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করবেন। ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে একটি ভাষণও দেবেন ওবামা।১৯৮০ সালে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর ‘মসজিদ আল রহমাহ’ প্রতিষ্ঠা করে।

প্যারিস ও ক্যালিফোর্নিয়ায় বর্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম-বিদ্বেষ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে মুসলিমদের আশ্বস্ত করতে গত বছরের ডিসেম্বরে হোয়াইট হাউসে বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়।ক্যালিফোর্নিয়ায় গত মাসে মুসলিম এক দম্পতির নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন নিহতের পর ওবামা সন্ত্রাসবাদ নির্মূলের যুদ্ধে সমর্থন দিতে মুসলিম আমেরিকানদের প্রতি আহবান জানিয়েছিলেন।

বাল্টিমোরে ওবামার মসজিদ পরিদর্শনের প্রাক্কালে হোয়াইট হাউসের মুখপাত্র কিথ ম্যালে বলেছেন, প্রেসিডেন্ট বিশ্বাস করেন, সমৃদ্ধ বহুজাতিকতা আমেরিকার অন্যতম শক্তি। ওবামার কথা উদ্ধৃত করে ম্যালে বলেন, ‘মুসলিম আমেরিকানরা আমাদের বন্ধু, প্রতিবেশী, সহকর্মী ও ক্রীড়াবিদ। উর্দিধারী নারী ও পুরুষেরা আমাদের দেশ রক্ষা করছে।’