English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৫:২৪

সিরিয়ায় মাসে গড়ে ১১১ জনকে হত্যা করছে দায়েশ

অনলাইন ডেস্ক
সিরিয়ায় মাসে গড়ে ১১১ জনকে হত্যা করছে দায়েশ

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ প্রতিমাসে গড়ে ১১১ জন সিরিয়ার নাগরিককে হত্যা করছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে- গত ২৯ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এক মাসে দায়েশ সন্ত্রাসীরা অন্তত ১১৩ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এর মধ্যে ১০ জন নারী ও ১০টি শিশু ছিল। সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, ২০১৪ সালের জুনের শেষ দিকে উত্থান হওয়া দায়েশের হাতে এ পর্যন্ত ২,১১৪ জন বেসামরিক নাগরিক খুন হয়েছে যার মধ্যে ১১৬ জন নারী ও ৭৮টি শিশু রয়েছে। এসব মানুষকে ফায়ারিং স্কয়াডে গুলি করে, শিরশ্ছেদ করে, পাথর ছুড়ে, উঁচু ভবন থেকে ফেলে কিংবা পুড়িয়ে হত্যা করা হয়েছে।

এর বাইরে দায়েশ নানা অজুহাতে নিজেদের অন্তত ৪২২ সন্ত্রাসীকে হত্যা করেছে। এর মধ্যে সরকারের পক্ষে গোয়ন্দাগিরি, সরকারকে সহযোগিতা করা কিংবা দায়েশের পক্ষ ছেড়ে নিজ দেশে চলে যাওয়ার প্রচেষ্টার অভিযোগ রয়েছে।