English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ২০:১৩

সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক
সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

সৌদি আরবে এক শিয়া মসজিদে বন্দুক হামলায় এ পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় পূর্বাঞ্চলীয় শহর মেহাসিনের ইমাম রেজা মসজিদে এই হামলা হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, একজন আত্মঘাতী বোমার বেল্ট পড়ে মসজিদে তা বিস্ফোরণের চেষ্টা করছিল। কিন্তু নামাজে যোগ দিতে আসা লোকজন টের পেয়ে তাকে ধরে ফেলে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারিদের গোলাগুলি হচ্ছে।সৌদি আরবে শিয়ারা এর আগেও হামলার শিকার হয়েছে। সেসব হামলার পেছনে ছিল জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট।

উল্লেখ্য সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ইরানের দ্বন্দ্বে সেখানে শিয়া সম্প্রদায়ের সঙ্গেও উত্তেজনা বেড়েছে।গত ডিসেম্বরে সৌদি কর্তৃপক্ষ এক নামকরা শিয়া ইমামের মৃত্যুদন্ড কার্যকর করার পর সেখানে শিয়া-সুন্নি সম্পর্কের আরও অবনতি ঘটেছে।