English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৪

নতুন রাডার পরীক্ষা করল ইরানি নৌবাহিনী

অনলাইন ডেস্ক
নতুন রাডার পরীক্ষা করল ইরানি নৌবাহিনী

ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ায় নতুন মডেলের রাডারের সফল পরীক্ষা করা হয়েছে। বুধবার শুরু হওয়া বেলায়াত-৯৪ নামের চার স্তরের এ মহড়া পারস্য উপসাগরের হরমুজ প্রণালী, ওমান সাগর এবং ভারত মহাসাগরে চলছে। ইরানি নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, দক্ষিণাঞ্চলীয় কোনরাক বন্দরে কাছে গতকাল এ রাডারের সফল পরীক্ষা করা হয়। এল-ব্যান্ডের এ রাডার দিয়ে একযোগে পানি ও আকাশের হুমকি নির্ণয় করা সম্ভব বলে জানানো হয়েছে।

মহড়ার সময়ে উপকূলীয় একটি ঘাটিতে রাডার বসানো হয়েছিল বলে এ মুখপাত্র জানান। তিনি বলেন, মহড়ায় রাডারের সক্ষমতার পরিচয় পাওয়া গেছে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক এ রাডার তৈরি করেছে ।

ইলেক্ট্রনিক যুদ্ধের উপযোগী এল ব্যান্ডের রাডার এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রযুক্তি দিয়ে রাডার সেন্সরের নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে ইরানি নৌবাহিনী। তিনি বলেন, এল রাডারের বর্তমান পাল্লা দেড়শ কিলোমিটার এবং এটি বাড়িয়ে ৪০০ কিলোমিটার করার পরিকল্পনা করা হয়েছে।