English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৩:৩১

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি উত্তর কোরিয়ার
ফাইল ছবি

 

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কিয়োদো সংবাদ সংস্থা জানিয়েছে। এতে বলা হয়েছে, উপগ্রহ থেকে নেয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, পিয়ংইয়ং হয়ত ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের তোংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমন ধারণা করা হয়েছে। টোকিরও সরকারি সূত্র মনে করছে, আগামী সপ্তাহের আগে হয়ত এ পরীক্ষা চালানো যাবে না।

বিশ্বের মানচিত্র থেকে আমেরিকাকে মুছে দেয়ার মতো অস্ত্র পিয়ংইয়ং’র কাছে আছে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাব্য প্রস্তুতির খবর দেয়া হলো।

এদিকে, গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া যে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে তাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা চলছে। এর আগে তিন দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে দেশটি। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে।