English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১০:৪৮

সুইডেন ৮০ হাজার শরণার্থী বহিষ্কার করবে

নিজস্ব প্রতিবেদক
সুইডেন ৮০ হাজার শরণার্থী বহিষ্কার করবে

সুইডেন কমপক্ষে ৮০ হাজার শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করবে যাদের আবেদন ইতিমধ্যে খারিজ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগম্যানের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।

২০১৫ সালে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার মানুষ সুইডেনে আশ্রয় প্রার্থনা করেছিল। এদের মধ্যে ৫৮ হাজার ৮০০ মানুষকে ইতিমধ্যে দেশটি আশ্রয় দিয়েছে। আর বাকিদের আশ্রয় দেয়া হবে না বলেই ধারণা করা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়।

এই বিপুল সংখ্যক আবেদনের মধ্যে গেল বছর ৫৮ হাজার ৮ শ’ আবেদন যাচাই-বাছাই করা হয়। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পায় ৫৫ শতাংশ আবেদন।

দেশটির অভিবাসন কর্মকর্তারা জানান, এই আবেদনকারীদের মধ্যে ৩৫ হাজার ৪শ’ অপ্রাপ্তবয়স্ক ছিল, যাদের সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। ২০১৪ সালের তুলনায় এই সংখ্যা পাঁচগুণ বেশি।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, গতবছর ১০ লাখ ৫ হাজার ৫০৪ জন শরণার্থী গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস হয়ে ইউরোপে প্রবেশ করেছেন। এদের মধ্যে ৮ লাখ ১৬ হাজার ৭৫২ জনই ইউরোপে পৌঁছেছেন সমুদ্র পাড়ি দিয়ে। আশ্রয়প্রার্থীদের স্রোত ঠেকাতে সুইডেন সম্প্রতি সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে।

তিনি বলেন, আমরা ৬০ হাজার মানুষের কথা বলছি, তবে সেটা ৮০ হাজারও হতে পারে। চার্টার্ড বিমানে করে এসব শরণার্থীদের বহিষ্কার করা হবে বলে তিনি জানিয়েছেন।