English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৭

অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ভারত সফর নয় : কেপি শর্মা ওলি

অনলাইন ডেস্ক
অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ভারত সফর নয় : কেপি শর্মা ওলি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তার পক্ষে ভারত সফর করা ঠিক হবে না। কাঠমাণ্ডুতে নিজ দফতরে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সীমান্ত অবরোধ অব্যাহত থাকলে ভারত সফরে যাবেন কিনা-কেপি ওলির কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার নয়াদিল্লি সফর সমীচীন হবে না।

নেপালের বিরুদ্ধে ভারত অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করেছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নয়াদিল্লি সত্বরই এটি তুলে নিবে। এ ছাড়া নেপাল সরকার দেশটির তেরাই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার ওপর নজর রাখছে বলেও এ সময়ে জানান তিনি ।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ওলি প্রথম বিদেশ সফরে আগামী মাসে ভারতে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। তার আজকের  বক্তব্যের  মধ্য দিয়ে সে ধারণার ইতি ঘটল।  অবশ্য ভারত সফরের আগে কম্যুনিস্ট এ নেতা চীন সফরে যেতে পারেন বলেও জল্পনা-কল্পনা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর  দু’ দফা কাঠমান্ডু সফর করা সত্ত্বেও  নেপালের কোনো প্রধানমন্ত্রী এখনো পাল্টা নয়াদিল্লি সফর করে নি। এদিকে, ফোনালাপের সময়ে ওলিকে ভারত সফরের আমন্ত্রণ করেছেন মোদি।

নেপালে নয়া সংবিধান গ্রহণকে কেন্দ্র করে সেদেশের মদেশী জনগোষ্ঠী বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাওয়ার ফলে ভারত-নেপাল সীমান্ত পথে বিরাজমান অবরোধ সৃষ্টি হয়েছে। ভারত এ সীমান্ত অবরোধ আরোপ করেছে বলে অভিযোগ করছে নেপাল সরকার। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।

এদিকে, নভেম্বরে নেপালের উপ প্রধানমন্ত্রী চন্দ্র প্রকাশ মাইনালি অভিযোগ করেছেন, তার ভাষায়, ভারত তার দেশকে ভাঙার চেষ্টা করছে। তিনি দাবি করেন, তার ভাষায়, তেরাই অঞ্চলকে নেপাল থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে একীভূত করতে চাইছে নয়াদিল্লি।