English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১১:০২

সন্ত্রাসকে উৎসাহিত করছেন মুন : নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
সন্ত্রাসকে উৎসাহিত করছেন মুন : নেতানিয়াহু

 

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘সন্ত্রাসকে উৎসাহিত’ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের মহাসচিবের সাম্প্রতিক কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর বিবিসি অনলাইনের।

ফিলিস্তিনিদের প্রসঙ্গে বান কি মুন বলেছিলেন, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোই নিপীড়িত মানুষের প্রকৃতি। তিনি সম্প্রতি ইসরায়েলিদের ছুরিকাঘাতের শিকার হওয়ার ঘটনারও নিন্দা করেন। এ বিষয়ে বান কি মুন বলেছিলেন, কিছু ফিলিস্তিনি, বিশেষ করে তরুণদের মধ্যে গভীর বিচ্ছিন্নতা ও হতাশার অনুভূতি থেকে হামলার ঘটনা ঘটছে। অর্ধশতকের দখলদারি ও শান্তি-প্রক্রিয়ায় অচলাবস্থার কারণে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ছে।

কি মুনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসকে উৎসাহিত করে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি নিহত হয়েছে ২৮ জন।