English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৬:১২

দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আর্থিক কেলেঙ্কারীর দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দেশটির শীর্ষ এক প্রসিকিউটর এ অব্যাহতি দেন। সূত্র- বিবিসির।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদি রাজ পরিবার থেকে নাজিবের ব্যাংক একাউন্টে যে অর্থ পাওয়া গেছে তা ব্যক্তিগত অনুদান ছিল। সৌদি রাজ পরিবার নাজিবকে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছিল।

এ প্রসঙ্গে সমালোচকরা বলছে, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) থেকে নাজিব ওই অর্থ জমিয়েছেন। নাজিব বরাবরই এ অর্থ কেলেঙ্কারির কথা অস্বীকার করে আসছেন। কিন্তু সমালোচকরা তাকে পদত্যাগ করার জন্য চাপ দিয়ে আসছিল।

এর আগে দুর্নীতি বিরোধী কর্মকর্তারা বলেছিল, বিদেশি ঋণদাতা থেকে উপহার হিসাবে নাজিব ওই অর্থ পেয়েছিলেন।

অ্যাটরনি জেনারেল মোহাম্মদ আপানদি আলি এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৩ সালের মার্চ এবং এপ্রিলের দিকে সৌদি রাজ পরিবার নাজিবকে ওই অর্থ দান করে। তিনি আরো যোগ করেন, যে এ অর্থ দান করেছে দুর্নীতি দমন কমিশন তার সাথে আলোচনা করে, বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নজিব রাজাক কোনো মন্তব্য করেননি।

ওয়ান এমডিবি কেলেঙ্কারিতে অনেকেই তার রাজনৈতিক জীবনের শেষ দেখতে পাচ্ছিলেন। ওয়ানএমডিবি মালয়েশিয়ার সরকারের একটি কৌশলগত উন্নয়ন প্রতিষ্ঠান। বৈশ্বিক সম্পর্কোন্নয়ন ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের ব্যবস্থা করে দেশের দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।

প্রথমে প্রতিষ্ঠানটির নাম ছিল তেরেঙ্গানু ইনভেস্টমেন্ট অথরিটি (টিআইএ)। ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পরের বছর, ২০০৯ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ।