English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৫:২৯

জুকারবার্গের যতো কাণ্ড পোশাক নিয়ে

অনলাইন ডেস্ক
জুকারবার্গের যতো কাণ্ড পোশাক নিয়ে

কন্যাসন্তানের জন্মের পর থেকে মেয়েকে নিয়ে তার উৎসাহ চোখে পড়ার মত। আর পাঁচটা বাবা-মায়ের মত তিনিও এক্সাইটেড। কখনও মেয়েকে সাঁতার শেখানোর ছবি, কখনও টীকা দেওয়ার ছবি। আর পাঁচটা বাবা-মায়ের মতই একের পর এক ছবি পোস্ট করছেন ফেসবুক মালিক। মেয়ে হওয়ার আগে তিনি পিতৃত্বকালীন ছুটিও নেন। কিন্তু ছুটির পর প্রথম দিন অফিস যাওয়ার আগে তার প্রশ্ন, 'কি পরে যাব?' এমনটাই ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। যদিও বিলিয়নেয়ারের ওয়াডরোবে পরপর কয়েকটা গ্রে টি শার্ট ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।

ঠিক যেমন স্টিভ জভস সবসময় কালো জামা পরতেন। তেমনই জুকারবার্গও একই রকম টি শার্ট পরেন রোজ। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একবার বলেছিলেন, প্রত্যেকদিন কোন জামা পরবেন এই ভাবাটা নাকি সময় নষ্ট করে। সব জামা একই রকম দেখতে হলে বেশি ভাবতে হয় না। তিনি মনে করেন প্রত্যেকদিন কোটি কোটি মানুষকে পরিষেবা দেওয়াটাই তার কাজ। এর বাইরে কোনও কিছু করা তার কাছে সময়ের অপচয়।

মেয়ের জন্মের পরই সেই ছবি পোস্ট করে নিজের সম্পত্তির ৯৯ শতাংশ দান করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।