English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১১:১৯

ক্যামেরুনে নারী জঙ্গীদের আত্মঘাতী হামলায় নিহত ৩৫

অনলাইন ডেস্ক
ক্যামেরুনে নারী জঙ্গীদের আত্মঘাতী হামলায় নিহত ৩৫

 

গতকাল সোমবার আফ্রিকান দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোদো শহরে পৃথক পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০জন। সংবাদ সিনহুয়ার।

ক্যামেরুনের সেনাবাহিনীর বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, পাঁচজন নারী জঙ্গি বেলা ১১.৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫জন নিহত ও ৬০জন আহত হয়েছেন। অবশ্য বিবিসি বলছে, অন্ততপক্ষে তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে অন্ততপক্ষে ২৫জন নিহত হয়েছেন।

বোদো শহরটি ক্যামেরুনের সবচে উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত। গত মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে আত্মঘাতী হামলা চালায়।নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও বোকো হারামের বিরুদ্ধে এই আঞ্চলিক জোটগত লড়াইয়ে যুক্ত।