English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৭:৪৬

ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল জেট কিনবে ভারত

অনলাইন ডেস্ক
ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল জেট কিনবে ভারত

ফ্রান্সের সঙ্গে ভারতের ৬০ হাজার কোটি টাকার রাফায়েল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল বিমান কিনবে ভারত। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, রাফায়েল চুক্তি সম্পন্ন হয়েছে। শীঘ্রই আর্থিক ইস্যুগুলো তুলে ধরা হবে। এছাড়া এদিন ভারতে ২ লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। 

সূত্রের খবর, সোমবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে ফিরে হায়দরাবাদ হাউসে বৈঠক করেন মোদী ও ওঁলাদ। দীর্ঘ সময় দু’জনের মধ্যে আলোচনা হয়। ভারতীয় সেনাবাহিনীকে অত্যাধুনিক করতে ফ্রান্স থেকে রাফায়েল জেট কেনার পরিকল্পনা আগেই করেছিল নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু ফ্রান্স বিমানের অত্যাধিক দাম হাঁকায় পিছু হটতে শুরু করেছিল ভারত। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতকে রাফায়েল জেট দেওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন। এদিন সেই বিষয় নিয়ে দুই রাষ্ট্রনায়কের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। তারপরই রাফায়েল জেট কিনতে সম্মতি প্রকাশ করে ভারত।

৩৬টি রাফায়েল বিমান কেনার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদ হাউসের বৈঠকে এই বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। এছাড়া প্রতিরক্ষা, সামরিক অস্ত্র, তথ্য-প্রযুক্তি, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতে ২ লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন ফ্রাঁসোয়া ওঁলাদ। এদিনের বৈঠকে দ্বিপাক্ষিক ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়। বলা যায়, ফ্রাঁসোয়া ওঁলাদের এই সফরের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হল এবং রাফায়েল জেট কেনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে একধাপ এগোলো।

হায়দরাবাদ হাউসে বৈঠকের পর নরেন্দ্র মোদী এবং ফ্রাঁসোয়া ওঁলাদ একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন। বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মধ্যাহ্নভোজের বিশেষ আকর্ষণ ছিল, শেষপাতে নলেন গুড়ের রসগোল্লা। যা পেয়ে অত্যন্ত তৃপ্ত ফরাসি প্রেসিডেন্ট। মধ্যাহ্নভোজের পর নরেন্দ্র মোদী এবং ওঁলাদ একসঙ্গে মেট্রো সফর করেন। দিল্লি থেকে মেট্রো করে গুরগাঁও যান দুই রাষ্ট্রপ্রধান। সেখানে মোদী ও ওঁলাদ যৌথভাবে আইএসের সচিবালয় উদ্বোধন করেন।