English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১২:৫৮

ভারতের অরুণাচলে রাষ্ট্রপতির শাসন জারি

অনলাইন ডেস্ক
ভারতের অরুণাচলে রাষ্ট্রপতির শাসন জারি
ফাইল ছবি

ভারতের অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে সোমবার থেকে রাষ্ট্রপতি এই শাসন জারি করা হলো অরুণাচল প্রদেশে। যদিও এর সমালোচনায় মুখর বিরোধীরা। এর বিরোধিতায় অবিলম্বে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

জানা গেছে, রোববার সকালে অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সুপারিশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। সেই সুপারিশের ভিত্তিতে রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে অরুণাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন রাষ্ট্রপতি। তারপর রাতে ওই সুপারিশ মঞ্জুর করেন তিনি। রাষ্ট্রপতির অনুমোদনের পরই অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

অবশ্য কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক অসহিষ্ণুতার ফল এবং গ্রহণীয় নয়’ বলে মন্তব্য করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম তুকি। একইভাবে পুরো ঘটনায় ‘আশ্চর্য’ হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্য করেন, 'সংবিধানকে খুন করা হল।’ তবে তুকির বিরোধী গোষ্ঠী কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অনেক আগেই নাবাম তুকির ইস্তফা দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তুকির বিরোধী গোষ্ঠীর মুখপাত্র তথা কংগ্রেস বিধায়ক পাসাং দরজি। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাবে বলে ঘোষণা দেয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।