English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৮

অমিত শাহ ফের বিজেপির সভাপতি

অনলাইন ডেস্ক
অমিত শাহ ফের বিজেপির সভাপতি

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন অমিত শাহ। রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দলের শীর্ষ নেতাদের সুপারিশক্রমে রোববার বিজেপির সভাপতি পদে পুনর্নির্বাচিত হন অমিত শাহ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিন বছরের পূর্ণ মেয়াদে দলের সভাপতির দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা।

মোদির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা দলের সভাপতি হিসেবে অমিত শাহর নাম প্রস্তাব করেন। আরও যারা বিজেপি সভাপতি পদে অমিত শাহর নাম প্রস্তাব করেন তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, এম ভেঙ্কাইয়া নাইডু ও অনন্ত কুমার। বিজেপির সংসদীয় বোর্ড আগামী ২৮ জানুয়ারি এক সভায় বসবে। ওই সভায় দলের নতুন সভাপতিকে বরণ করে নেওয়া হবে।
 
২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অমিত শাহ। সে সময় দলের সভাপতির দায়িত্বে থাকা রাজনাথ সিং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে পদটি শূন্য হয়। ফলে রাজনাথ সিংয়ের মেয়াদের বাকি সময়টুকুর জন্য দলের সভাপতির দায়িত্ব দেওয়া অমিত শাহকে। তার সভাপতিত্বেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি।