English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ২২:৫২

আমেরিকার পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে বড় মাপের তুষার ঝড়ের সংকেত

নিজস্ব প্রতিবেদক
আমেরিকার পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে বড় মাপের তুষার ঝড়ের সংকেত

আমেরিকার আবহাওয়াবিদরা শনিবার  থেকে  আমেরিকার  পূর্ব্ব উপকূলীয় রাজ্যগুলিতে রেকর্ড পরিমান তুষার ঝড়ের সংকেত দিয়েছেন I এ সময়ে কোনো কোনো এলাকায় বাতাসের বেগ ঘন্টায় ৫০ মাইল পর্যন্ত হতে পারে I

এই প্রবল তুষার ঝড়ের কারণে দক্ষিনে Carolina রাজ্য থেকে উত্তরে Boston অব্দি কোনো কোনো এলাকা দুই ফুট পরিমান বরফে আচ্ছাদিত হতে পারে I আবহাওয়া দফতর জানায় এসব এলাকায় যাতায়ত ব্যবস্থা ব্যহত হবে I

ওয়াশিংটন ডি সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া'র স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে I এছাড়াও জনগনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে I