English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৬ ১৯:২৭

লিবিয়ায় সরানোর চেষ্টা হচ্ছে দায়েশের মূল ঘাঁটি

নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় সরানোর চেষ্টা হচ্ছে দায়েশের মূল ঘাঁটি

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএল) তাদের প্রধান ঘাঁটি ইরাকের মসুল ও সিরিয়ার রাক্কা থেকে লিবিয়ার সিরতে শহরে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে। লিবিয়ার সেনা-গোয়েন্দা বিভাগের প্রধান ইসমাইল শুকরিকে উদ্ধৃত করে ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ এ খবর দিয়েছে।

দৈনিকটি জানিয়েছে, দায়েশের প্রধান আবুবকর বাগদাদি আবু উমর নামের এক পদস্থ ব্যক্তিকে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত শহর সিরতে পাঠিয়েছে যাতে শিগগিরই এই শহরটির ওপর দায়েশের পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। ইরাকের নাগরিক আবু উমর এরিমধ্যে লিবিয়ায় ঢুকে পড়েছে। উমর দায়েশের ৩ হাজার যোদ্ধার কমান্ডার। এইসব যোদ্ধার এক তৃতীয়াংশ বা এক হাজার তিউনিসিয়ার নাগরিক এবং বাদবাকি সন্ত্রাসীরা সিরিয়া, সুদান, নাইজার, চাদ ও পারস্য উপসাগরীয় অঞ্চলভুক্ত কয়েকটি দেশের নাগরিক।

মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাসহ বেশ কয়েকটি আরব রাজতান্ত্রিক দেশের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং নজরদারির আওতায় গড়ে তোলা হয় দায়েশ বা আইএসআইএল। ওয়াহাবি চিন্তাধারায় বিশ্বাসী এই গোষ্ঠীর প্রধান আবুবকর বাগগাদি ইরাকে মার্কিন দখলদারিত্বের সময় বুকা কারাগারে মার্কিন সেনাদের তত্বাবধানে বন্দি ছিল। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে এক বছর ধরে প্রশিক্ষণ দিয়েছে বলে মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়া ও ইরাকের সরকারি সেনা এবং স্বেচ্ছাসেবী গণবাহিনীর হাতে একের পর এক বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে দায়েশ। ফলে গত বছরের তুলনায় ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠীর দখলে থাকা প্রায় অর্ধেক অঞ্চল হাতছাড়া করেছে বিদেশী মদদপুষ্ট তাকফিরি এই গোষ্ঠী।