English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৬ ১২:৪৬

সোমালিয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ২০

অনলাইন ডেস্ক
সোমালিয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালানোর পর এখন চলছে গোলাগুলি৷এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা৷ রেস্তোরাঁটি দখল করে রেখেছে তারা৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশবাহিনী৷ এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আল শাবাব গোষ্ঠী৷

সিনিয়র পুলিশ অফিসার মেজর আবদিকাদির আলি বলেন, লিদো সৈকতে বিচ ভিউ কাফেতে ঢোকার মুখে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ কাফের ভিতরে ও বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এদিকে, আল শাবাব গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছে, রেস্তোরাঁটি আমরা দখলে নিয়েছি। আমরা রেস্তোরাঁর ভিতরে রয়েছি৷ 

এরইমধ্যে আরও একটি হামলার খবর মিলেছে৷ লিডো সিফুড রেস্তোরাঁতেও হামলা চালিয়েছে জঙ্গিরা৷ মোগাদিসুর অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ এটি৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি৷