English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৬ ১১:৪৪

ধর্ষক পুলিশ কর্মকর্তার ২৬৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
ধর্ষক পুলিশ কর্মকর্তার ২৬৩ বছরের কারাদণ্ড

 

দায়িত্ব পালনরত অবস্থায় চারজন নারীকে ধর্ষণসহ বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্টে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে ২৬৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া পুলিশের সাবেক কর্মকর্তার নাম ড্যানিয়েল হলৎ্জক্ল (২৯)।

মামলার কার্যক্রম থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে ১৩ জন নারী সাক্ষ্য দিয়েছেন। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন ড্যানিয়েল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের জানুয়ারিতে তাঁকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষগতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীরা আদালতকে বলেন, পুলিশের সাবেক ওই কর্মকর্তা তাঁদের জীবন ধ্বংস করে দিয়েছেন। এরপর বিচারক টিমোথি ড্যানিয়েলকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন । ড্যানিয়েলের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ওকলাহোমা সিটি জুরি ডেনিয়েলকে দোষী সাব্যস্ত করেন। গতকাল দণ্ড ঘোষণা করেন আদালত। 

ভুক্তভোগী এক নারী আদালতকে বলেন, তিনি যেকোনো মূল্যে তাঁর জীবন ফেরত চান। আগের মতো জীবন। আরেক ভুক্তভোগী নারী বলেন, ড্যানিয়েল যা করেছেন, তা যে একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন, সেটা চিন্তার বাইরে। তিনি তাঁর প্রাপ্য দণ্ডই পেয়েছেন।এদিকে আসামির আইনজীবীরা রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন বলে জানিয়েছেন।