English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৬:৩০

যোগ ব্যায়ামের প্রচারে রামদেবের যোগিনী হলেন শিল্পা সেঠি

নিজস্ব প্রতিবেদক
যোগ ব্যায়ামের প্রচারে রামদেবের যোগিনী হলেন শিল্পা সেঠি

যোগ গুরু রামদেবের যোগ-এর সঙ্গী হলেন অভিনেত্রী শিল্পা সেঠি৷ একটি যোগ ক্যাম্পে এরকম দৃশ্যই দেখা গেল। একই মঞ্চে রামদেবের ব্যায়াম প্রশিক্ষণে সামিল হলেন অভিনেত্রী শিল্পা সেঠি৷ শরীর স্বাস্থ্যের বিষয়ে খুবই সচেতন শিল্পা৷ তাই নিজের লেখা বই ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ উপহার দিয়েছেন যোগ গুরুকে৷  উপহার দিয়ে তিনি জানিয়েছেন, রামদেবের আশীর্বাদে আমি সমৃদ্ধ৷ 

মঞ্চে বিভিন্ন ধরণের আসন করার ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন স্বয়ং শিল্পা৷ শিল্পা জানিয়েছেন, ২০০৯ সালে রামদেবকে আমি একটি যোগের  ডিভিডি উপহার দিই৷ তারপর সেটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে৷ সাত বছর পর আমার নতুন বই উপহার দিলাম তাকে৷ রামদেব আমার লাকি অ্যাস্কট৷ আমার এই কুসংস্কারের উপর যথেষ্ট বিশ্বাস আছে৷ তাই রামদেবকে উপহার হিসেবে দিয়ে বইটির প্রচার করলেন শিল্পা৷